আ.লীগের আয় ৯ কোটি, ব্যয় ৩ কোটি
নির্বাচন কমিশনে ২০১৪ সালের দলের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
হিসাবে ৯ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৬৪৩ টাকা টাকা আয় এবং ৩ কোটি ৪৪ লাখ ৪০ হাজার ৮২১ টাকা ব্যয় উল্লেখ করা হয়েছে।
সোমবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলামের কাছে আয়-ব্যয়ের হিসাব জমা দেয়।
এসময় আবদুস সোবহান গোলাপ বলেন, প্রাথমিক সদস্যদের চাঁদা, এমপিদের চাঁদা, সেন্ট্রাল কমিটির সদস্যদের চাঁদা ও বিভিন্ন প্রকাশনা বিক্রি থেকে আমাদের এসব আয় হয়েছে।
আর সভা-সেমিনার আয়োজন, সারাদেশের পার্টি অফিসের পরিসেবা, বিল, অফিসের কর্মচারীদের বেতন এবং অঙ্গ সংগঠনের পেছনে খরচসহ বিভিন্ন খাতে ব্যয় হয়েছে।
মন্তব্য চালু নেই