জামিন আবেদন খারিজ, গ্রেফতার আতঙ্কে সালমান
বলিউড কিংবদন্তী সালমান খানের বিরুদ্ধে দায়েরকৃত ‘হিট এন্ড রান’ মামলায় জামিন আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এখন যে কোন সময় গ্রেফতার হতে পারেন তিনি।
জানা গেছে, গত ৬ মে আদালত সালমানের বিরুদ্ধে ৫ বছরের জেল সাব্যস্ত করে আদলত। কিন্তু প্রযোজক ও অর্থলগ্নিকারদের সুপারিশের ভিত্তিতে রায়ের বিরুদ্ধে আপিল করেন সালমানের আইনজীবী। সব বিবেচনায় তার বিরুদ্ধে ওই রায় স্থগিত করে আদালত। কিন্তু ‘হিট এন্ড রান’ মামলায় ফের মুম্বাই হাইকার্টের কাছে সালমান জামিনের আবেদন করলে আজ ৩১ আগস্ট সোমবার হাইকোর্ট তা খারিজ করে দেয়।
সালমানের করা জামিন আবেদনকে খারিজ করে চিফ জাস্টিস এইচ এল দত্ত বলেন, সালমানের বিষয়টি এখন মুম্বাই পুলিশের কাছে বুঝিয়ে দেয়া হবে।
মে মাসের ৬ তারিখে ‘হিট এন্ড রান’ মামলার দায়ে সালমানকে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছিলো নিন্ম আদালত। হিট এন্ড রান মামলায় সাজা পাওয়ার পর হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন সালমান খান। সালমান খানের আর্জিতে নিন্ম আদালতের দেয়া রায় স্থগিত করেছিলো ভারতের উচ্চ আদালত।
উল্লেখ্য, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর ৪৯ বছর বয়সী এই অভিনেতার গাড়ির নিচে চাপা পড়ে একজন নিহত ও চারজন আহত হয়েছিলেন।
মন্তব্য চালু নেই