প্রতিবাদ সমাবেশে শফিউল আলম প্রধান
‘এরাই মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছে’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, ‘বিপথগামী, ভ্রষ্ট বামদের নসিহতে সম্প্রচার নীতিমালার নামে গণমাধ্যমের গলায় শিকল পরানোর চেষ্টা করবেন না। এরাই মুজিব নিহত হওয়ার পর তার চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছে। এরাই ট্যাংকের উপরে উঠে উল্লাস করেছে। নৌকাডুবির সময় এদের পাবেন না। আপনি চিরদিন ক্ষমতায় থাকবেন না। মজলুম মানুষের আহাজারি আল্লাহ সহ্য করবেন না। জোয়ার-ভাটার দেশে কখন ভাটির টান লাগবে টেরও পাবেন না।’
বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর জাগপা আয়োজিত ‘ইনকিলাবে হামলা ও গণমাধ্যম খুলে দেয়ার দাবি’তে এক প্রতিবাদ সমাবেশ তিনি এ কথা বলেন।
দৈনিক ইনকিলাবের অফিসে পুলিশের অভিযানের কঠোর নিন্দা করে প্রধান বলেন, ‘একটি পত্রিকা অফিসে হানাদারের মতো হামলা চালানো হল। একটি সভ্য দেশে এটা হতে পারে না। বার্তা সম্পাদক রবিউল্লাহ রবিকে ওয়ারেন্ট ছাড়াই কর্মরত অবস্থায় গ্রেপ্তারের ঘটনা কোনো স্বাধীন দেশের সভ্য জাতি মেনে নিতে পারে না। দুর্নীতির রিপোর্ট প্রকাশ পেলেই প্রলয় বাবুরা প্রলয় নামিয়ে দিবেন। এটা কেমন দেশ।’
তিনি বলেন, ‘একটি পত্রিকা অফিসে হামলা চালানো হলো কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা জানে না। এর দায় নেবে কে? শেখ হাসিনার প্রশাসনকে এর জবাব দিতে হবে। মনে রাখবেন গণমাধ্যম ভবনের নিরাপত্তা না থাকলে রাষ্ট্রের কোনো ভবনই নিরাপদ নয়।’
এ সময় তিনি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, ইনকিলাবের বার্তা সম্পাদক রবিউল্লাহ রবিকে মুক্তি ও আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, চ্যানেল ওয়ান খুলে দেয়ার আহ্বান জানান।
ঢাকা মহানগর জাগপার সভাপতি আসাদুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ সানুর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জাগপার সহ সভাপতি মহিউদ্দিন বাবলু, মাস্টার এম.এ মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, অ্যাডভোকেট মজিবুর রহমান, প্রচার সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, যুব বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন মোড়ল, নগর জাগপা নেতা আলহাজ্ব ফয়জুর রহমান, হোসেন মোবারক, রিয়াজ রহমান, যুব জাগপা নেতা ইনসান আলম আক্কাছ, রফিকুল ইসলাম শিকদার, সাইদুল ইসলাম সাগর, জাগপা ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম রুবেল, নাহিদা হাসান প্রমুখ।
মন্তব্য চালু নেই