লালমনিরহাটের মহিষখোচা বাজারে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা বাজারের অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে মহিষখোচা বাজারের ভাই ভাই বেকারীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহিষখোচা বাজারের ভাই ভাই ব্রেড এন্ড বেকারী কারখানা থেকে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ড মুহুর্তেই পাশ্ববর্তি ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টও ছড়িয়ে পড়ে। বাজারের নৈশ্যপ্রহরীরা অগ্নিকান্ডের ঘটনা দেখে পাশ্ববর্তি মসজিদের মাইকে প্রচার করেন।
পরে স্থানীয়রা ছুটে এসে ঘন্টা চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হন। এতে প্রায় ৮লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবি করেছেন। বেকারীর চুলার আগুন থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত বলে স্থানীয়রা মনে করছেন।
ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মোখলেছার রহমান জানান, বেকারীর অসাবধনাতার কারনে তার হোটেলের প্রায় লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকতার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই