‘পাইলাম না খাইলাম না’ মানসিকতা ইমেজ নষ্ট করছে
জাতীয় সংসদের চিপ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, ‘দলের কিছু কুচক্রি মহলের “পাইলাম না খাইলাম না” মানসিকতা একদিকে যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানসম্মানকে ক্ষুণ্ণ করছে, অন্যদিকে দলের ইমেজ নষ্ট করছে।’
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগর-রুনী মিলনায়তনে বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশের মধ্যম আয়ের দেশে উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
চিফ হুইপ নেতাকর্মীদের এমন মানসিকতা পরিহার করার আহ্বান জানিয়ে বলেন, ‘দলের অঙ্গ সংগঠনগুলোর এই মানসিকতার জন্য সরকারের সাফল্য কিছুটা হলেও ম্লান হচ্ছে। তাই এসব সংগঠনের কর্মীদের প্রতিজ্ঞা করতে হবে যাতে ভবিষ্যতে তারা এমন কোনো কাজে যুক্ত হবে না, যা দল ও দলের নেত্রীকে দুর্বল করে দেয়।’
আ স ম ফিরোজ বলেন, ‘দলে যেসব কুচক্রি মহল আছে এবং আওয়ামী লীগে ঢুকছে তাদেরকে প্রতিহত করতে হবে। তাদেরকে আমাদের প্রয়োজন নেই। তারাই দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করছে।’
বঙ্গবন্ধু হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘পঁচাত্তরে যারা স্বাধীনতা চায়নি তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্র মেজর জিয়াউর রহমানের বাসায় বসে করা হয়েছে।’ একইভাবে তার ছেলে তারেক রহমান মাকে নিয়ে ষড়যন্ত্র করে একুশে আগস্ট বঙ্গবন্ধু কন্যাকে হত্যার জন্য গ্রেনেড হামলা চালিয়েছেল বলেও তিনি অভিযোগ করেন।
বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদের সভাপতি অধ্যক্ষ শেখ আব্দুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহীতউল আলম, বঙ্গবন্ধু সাংষ্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সংগঠনের সাধারণ সম্পাদক এমএ জাফর মোল্লা প্রমুখ।
মন্তব্য চালু নেই