‘রাজকাহিনী’ শেষে ‘প্রেম কাহিনী-২’ তে ‘জয়া আহসান’
বছরের শুরুতেই অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রি’ ছবিটির মাধ্যমে এপার বাংলা কাঁপিয়েছেন দুই বাংলার চলচ্চিত্রে প্রিয়দর্শিনী অভিনেত্রী জয়া আহসান।
সে থেকে থেমে নেই তিনি । বর্তমানে সাফি উদ্দিন সাফির ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সবকিছু ঠিক থাকলে আসছে ঈদুল আজহায় ছবিটি মুক্তি পেতে পারে।
এদিকে, গেল ১৭ মে ওপার বাংলার টেলিভিশন চ্যানেল জি-বাংলায় মুক্তি পেয়েছে জয়া অভিনীত ‘একটি বাঙালি ভূতের গল্প। আর আসছে দুর্গা পূজায় মুক্তি পাচ্ছে সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’। সব মিলিয়ে জয়া এখন দুই বাংলাতেই সফল একজন অভিনেত্রী।
বর্তমান ব্যস্ততার মাঝে ‘জয়া’মুঠোফোনে বলেন, সম্প্রতি ভারতের হায়দ্রাবাদের রামুজি ফিল্ম সিটি থেকে ‘রাজকাহিনী’ ছবির শুটিং শেষ করে ঢাকায় ফিরেছি। বর্তমানে’পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’ ছবির শুটিং চলছে। শাকিব খান নেই তাই ছবির শুটিং সম্পূর্ণ শেষ করতে পারিনি । শাকিব থাইল্যান্ড থেকে ফিরলেই শেষ হবে বলে জয়ার মতামত।
তিনি আরো বললেন, ‘এই মুহূর্তে নতুন কিছুই করছি না। তবে হাতে দুটো কাজ রয়েছে। এর মধ্যে নভেম্বরে ‘বিউটি সার্কাস’ শুটিং শুরু হবে। তাই আপাতত এটা নিয়েই ভাবছি। অন্য ছবিটি চূড়ান্ত হলেও, এখনই কিছু বলতে চাচ্ছি না।
এদিকে, সম্প্রতি মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এ ছবির চরিত্রটি নিয়েই জয়ার এখন যত ভাবনা। চলচ্চিত্রটিতে জয়াকে একজন ম্যাজিশিয়ান চরিত্রে দেখা যাবে।
মন্তব্য চালু নেই