টেকনাফ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ নৌকা উদ্ধার

টেকনাফ নাফনদী সীমান্তে ৭৭২ পিস মদ-বিয়ার ও ১৪০ লিটার চোলাই মদসহ নৌকা উদ্ধার করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)।

৪২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ জানান, ২৭ আগষ্ট বৃহ¯পতিবার ভোর ৪ টার দিকে টেকনাফ বিওপি চৌকির নায়েক সুবেদার আবুল কালামের নেতৃত্বে জওয়ানরা সাবরাং নাফনদী সীমান্তের ৫নং সুইচ গেইট এলাকায় অভিযান চালিয়ে ৭১৬ ক্যান আন্ডামান গোল্ড বিয়ার, ৫৬ বোতল গোন্ডেল কান্ট্রি ড্রাইজিং মদ ও ১৪০ লিটার ছোলাই মদসহ একটি কাঠের নৌকা উদ্ধার করা হয়। উদ্ধার মদ বিয়ার ও নৌকার আনুমানিক মূল্য ৩ লাখ ১৭ হাজার টাকা বলে জানায়।

উদ্ধার নৌকা শুল্ক ষ্টেশনে ও মদ-বিয়ার সমূহ ব্যাটলিয়ান সদরে জমা রাখা হবে বলে জানিয়েছেন।



মন্তব্য চালু নেই