ভোলার উপজেলা লালমোহনে বাসের ধাক্কায় দুর্যোগ মন্ত্রণালয়ের উপ-সচিব আহত

ভোলার লালমোহন উপজেলার ফরাজী বাজার এলাকায় বাসের ধাক্কায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপ-সচিব তারিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনায় ঘটে।

স্থারীয়রা উদ্ধার করে লালমোহন সদর হাসপাতালে নেওয়া হলে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হেলিকপ্টার যোগে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয় । স্থানীয় সুত্রে জানা গেছে, দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের উপসচিব কে এম তারিকুল ইসলাম সকাল দিকে ভোলা থেকে এসে লালমোহন ফরজী বাজার এলাকায় গাড়ি থেকে নেমে মহাসড়ক ক্রোসিং করে হোসনে আরা নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের ভিতরে যাচ্ছিলেন।

এমন সময় পিছন থেকে চরফ্যাশনগামী একটি যাত্রিবাহী জনি ইন্টারপ্রাইজ ( চট্ট মেঃ ০৫০০৬০) বাস ধাক্কা দিয়ে চলে যায়। লালমোহন থানার ভারপাপ্ত কর্মকর্তা আকতারুজ্জান ঘটনার সত্যতা স্বীকার করেছেন, ঘাতক গাড়িটিকে আটক করা হলেও ড্রাইভার পালিয়ে যায়। উপজেলা টি এস ডা. নিত্যেনন্দন চৌধুরী জানান, তাঁর ডান পা ভেঙ্গে যাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকা প্রেরণ করা হয়েছে।



মন্তব্য চালু নেই