চিঠির যুগে মোশাররফ করিমের প্রেম

গল্পটা নব্বইয়ের দশকের। তখনো হাতে হাতে মুঠোফোন আসেনি। চিঠিই ভরসা। মফস্থলের ছেলে ফরিদ। ভালোবাসে পাশের বাড়ির জুঁথিকে।

তবে ভালোবাসায় মেশানো আছে মুঠি মুঠি জড়তা। প্রেমিককে ‘তুমি’ নয়, আপনি বলেন। চুপিচুপি আলগোছে দেখা করেন। ভালোই চলছিল তাদের প্রেম।

মাঝখানে ফরিদের জীবনে নেমে আসে দুর্বিষহ যন্ত্রনা। বাবা অসুস্থ। মানসিকভাবে বিপর্যস্ত ফরিদ। জুথির বিয়ে ঠিক করেন তার সৎমা। জুথি ঘর ছেড়ে ফরিদের কাছে আসেন। কিন্তু পরিস্থিতির শিকার ফরিদ তাকে বিয়ে করতে পারেনা। বাধ্য হয়ে মেয়েটির তার পরিবারের পছন্দের পাত্রকেই বিয়ে করেন। পরে জানা গেল জুথির স্বামী পতিতাদের দালাল। জুথিকে একটি আবাসিক হোটেলে বিক্রি করে দেয়।

এমন গল্পেই নির্মিত হয়েছে একক নাটক ‘কলমীলতা’। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও সানজিদা প্রীতি। এছাড়া আরো অভিনয় করেছেন সুজাত শিমুল।

নাটকটি পরিচালনা করেছেন মোরসালিন শুভ। তিনি জানালেন, ‘সবাই তো নিজের নাটককে ভিন্নধরনের গল্প বলে। আমি বলবো গতানুগতিক প্রেমের নাটকগুলোর চেয়ে এটাকে আলাদা করার চেষ্টা করেছি। আশা করি ভালো লাগবে। আর মোশাররফ করিমের গেটাপ ও আকটিংয়ে অসাধারণ হয়েছে।’ কোরবানী ইদে স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে।



মন্তব্য চালু নেই