জয়পুরহাট জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি মোজাহার ফের গ্রেফতার
জয়পুরহাটে ককটেল হামলা মামলায় জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান জামিনে মুক্তিলাভের পর আজ বুুধবার বিকালে জেলগেট থেকে গাড়ী পোড়ানোর পৃথক মামলায় তাকে ফের গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
গত ২২ফেব্রুয়ারি জয়পুরহাট শহরের মুক্তমঞ্চে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে ককটেল হামলা মামলায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মোজাহার আলী প্রধান কে প্রধান আসামী করে ২০দলীয় জোটের অর্ধ-শতাধিক নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়।ওই মামলায় মোজাহার আলী প্রধান ২৭জুলাই দুপুরে জয়পুরহাটের সিনিয়র চীফ জুডিশিয়াল আদালতে আতসমর্পন করে জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক তাজুল ইসলাম মিঞা তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলখানায় পাঠান ।
ওই মামলায় আজ বুধবার বিকালে মোজাহার আলী প্রধান জামিনে মুক্তিলাভ করে জেলখানা থেকে বেড়িয়ে আসার পর ওই জেলগেট থেকে গত ৪মার্চ জয়পুরহাট বাস টার্মিনালে গাড়ী পোড়ানোর পৃথক মামলায় তাকে ফের গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য চালু নেই