শেরপুরের পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আ.লীগ নেতৃবৃন্দ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গত ২২ আগষ্ট ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারনে ভয়াবহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম।

তিনি ২৬ আগষ্ট বুধবার উপজেলার আয়নাপুর, দুপুরীয়া, পানবর, বিলাসপুর, নাচনমুহুরী, দাড়িয়ারপাড়, ধানশাইল, বাগেরভিটা, কোচনীপাড়া, কান্দুলী, কালিনগর, জরাকুড়া, পাইকুড়া, দড়িকালিনগরসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ, কষ্টে সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন।

২১ আগস্ট বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে নিহত গান্ধিগাও গ্রামের চন্দ্র শেখরের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন।

এ সময় তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের বিপদ-আপদে আজীবন পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। পরিদর্শনকালে উপজেলা আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই