ছাত্রসেনার প্রতিবাদ সমাবেশে বক্তারা
বিশ্ব নন্দিত আলেম ফারুকী হত্যাকারীরা অধরায় কেন?
দেশের বিভিন্ন স্থানের ন্যায় রাউজান উপজেলা সদরে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’র সম্মানিত প্রেসিডিয়াম সদস্য বরণ্য ইসলামীক স্কলার বিশিষ্ট টিভি উপস্থাপক শহীদে মিল্লাত আল্লামা শায়খ নুরুল ইসলাম ফারুকী এর প্রথম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মার্যাদায় পালিত হয়।
হত্যাকারীদের বিচারে প্রশাসনের নিরবতা ও দ্রুত আসামী গ্রেফতারের পূর্বক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ উপজেলা উত্তর ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা এম.এ.রায়হান এর সভাপতিত্বে মুন্সির ঘাটা চত্বরে অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্ট যুগ্ন সম্পাদক জননেতা এস.এম.ইয়াছিন হোসাইন হায়দারী।
প্রধান অতিথি ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্ট সভাপতি জননেতা অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরী। বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত সমন্বয় কমিটির অর্থ সচিব আল্লামা শফিউল আলম আজিজি, শামসুল আলম নঈমী, আলী সিদ্দিকী, রফিকুল ইসলাম রেজভী, কারী সিরাজুল ইসলাম সিদ্দিকী, প্রবাসী সুন্নী নেতা ওমর ফারুক রেজা, যুবনেতা সিরাজুল ইসলাম রেজভী, মাওলানা জসিম উদ্দিন, এম.এ.মতিন, সৈয়দ মিয়া।
প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা ছাত্রসেনা’র অর্থ সম্পাদক ছাত্রনেতা ইলিয়াছ রেজা।
বিশেষ বক্তা ছিলেন, উপজেলা ছাত্রসেনা জয়েন্ট সেক্রেটারী ছাত্রনেতা সাইফুল ইসলাম নেজামী, সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ।
শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যাকান্ডের এক বছর অতিবাহিত হওয়ার পরও বিচারকার্যে অগ্রগতি না দেখায় প্রশাসনের সমালোচনা করে বক্তরা বলেন, বিশ্বজিৎ হত্যাকান্ডের এক বছরের মাথায় ০৮ জনকে মৃত্যু দন্ড দেয় আদালত, সাম্প্রতিক ঘটে যাওয়া ব্লগার হত্যাকান্ডে সংশ্লিষ্ট আসামীদের বিচারের আওতায় আনা হলেও কেন বিশ্ব নন্দিত আলেম আল্লামা ফারুকী স্বাধীনতা স্বপক্ষের লাখ ভক্তের নেতা হওয়া সত্বেও তার হত্যাকারীরা অধরায়?
বক্তরা মাননীয় প্রধান মন্ত্রীকে লক্ষ্য করে বলেন, আপনি শুধু আওয়ামীলিগের প্রধান মন্ত্রী নন আপনি আপামর জনসাধারনের অভিবাবক। আপনি লক্ষ সুন্নীজনতার আত্মার আত্মীয়। এই সমাবেশ থেকে আপনার প্রতি জোরালো দাবী আল্লামা ফারুকীর হত্যাকারীদের গ্রেফতার পূর্বক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করার ব্যবস্থা করুন।
উপজেলা ছাত্রসেনা সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোরশেদ আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ছালামত রেজা, কাজী মারুফ হোসাইন, নেজাম উদ্দিন, মোঃ রেজভী, সালাউদ্দিন, মোশারফ, মোঃ হাবীবুর রহমান, নাঈম, ইরফান উদ্দিন মারুফ, জুলফিকার,আবছার, ওসমান গণি, মুরাদুল ইসলাম, সিহাব, শাহেদুল আলম, বোরহানসহ উপজেলা আওতাধীন বিভিন্ন ইউনিয়ন,পৌরসভা ,প্রাতিষ্টানিক শাখার সহস্রাধিক নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল মুন্সির ঘাটা চত্বর হতে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে দোয়া মুনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য চালু নেই