ভোলার দৌলখানে ১৩ব্যারেল চোরাই পেট্রোলসহ ট্রলার জব্দ
ভোলার দৌলতখান উপজেলার বটতলা থেকে সোমবার ভোর রাতে ১৩ ব্যারেল চোরাই পেট্রোল আটক করেছে কোস্টগার্ড অপারেশন টিম।
এসময় চোরাই পেট্রোল বহন করার অপরাধে একটি ট্রলারও জব্দ করা হয়। তবে প্রতি বারের মত এবারও এর সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।কোস্টগার্ডের দক্ষিন জোন কমান্ডের অপারেশন অফিসার লেঃ কমান্ডার মোজাহিদুর রহমান জানান, কোস্টগার্ডের দক্ষিন জোন কমান্ডের পেটি অফিসার মোঃ জলিলের নেতৃত্বে রোববার রাত ১২টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত কোস্টগার্ডের একটি দল দৌলতখানের চৌকিঘাট ও বটতলাসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়।
এসময় বটতলা এলাকার একটি খালে ট্রলারে থাকা অবস্থায় ১৩ ব্যারেল চোরাই পেট্রোল আটক করেন তারা। এছাড়া চোরাই পেট্রোল বহন করা ট্রলারটি জব্দ করা হয়। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান অপারেশন অফিসার।
মন্তব্য চালু নেই