সিনসিনাতি ওপেন

ইউএস ওপেনের প্রস্তুতি সেরে রাখল সেরেনা

টেনিসের নাম্বার ওয়ান সেরেনা উইলিয়ামসের মুকুটে যোগ হলো আরেকটি পালক। সিনসিনাতি ওপেনে টুর্নামেন্টের তৃতীয় বাছাই রোমানিয়ান সিমোনা হালেপকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। যদিও ফাইনালে যে দুই সেটের খেলা হয়েছে, তাতে বেশ লড়াই উপহার দিয়েছিলেন হালেপ।

প্রথম সেটে সেরেনা জিতেছিলেন ৬-৩ ব্যবধানে। দ্বিতীয় সেটে টাইব্রেকার পর্যন্ত গড়িয়েছিল খেলা। সেখানে ৭-৬ (৫) সেটে জয় তুলে নেন মার্কিন কৃষ্ণকলি।

সিনসিনাতি জিতে সেরেনা উইলিয়ামস প্রতিদ্বন্দীদের প্রতি এই বার্তাই পাঠালেন যে, সেরা ফর্মেই রয়েছেন তিনি। সুতরাং, ইউএস ওপেনও যেন আর কেউ কামনা না করে। ৩১ আগস্ট থেকে শুরু হবে ইউএস ওপেন। চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। একই সঙ্গে সেরেনার চোখ এখন এক বছরে মোট চারটি গ্র্যান্ড স্লাম জয়ের দিকে।

ওপেনিং সেটে বেশ ভালোভাবেই শুরু করেছিলেন সিমোনা হালেপ। কিন্তু আগামী মাসেই ৩৪-এ পা দিতে যাওয়া সেরেনা উইলিয়ামস দ্রুতই নিজেকে সামলে নেন এবং প্রতিপক্ষকে আর দাঁড়াতে দেননি তার সামনে।



মন্তব্য চালু নেই