মন্ত্রীদের সামনেই শোক সভায় ছাত্রলীগের সংঘর্ষ

জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার মহানগর নাট্যমঞ্চে আয়োজিত এক আলোচনা সভায় দুই মন্ত্রীর সামনেই ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় প্রতিপক্ষ দুটি গ্রুপ একে অন্যের প্রতি চেয়ার ছুড়ে মারেন। তবে এতে কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীদের মতে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠান শুরুর আগে ঢাকা মহানগর দক্ষিণের সূত্রাপুর থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় মাইকে তাদের কমিটি বাতিলের হুমকি দেওয়া হলে মারামারি থামায় তারা।

ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগ আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, বিশেষ অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জমান শেখর, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি বায়জিদ আহমদ খান ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সূত্রাপুর থানার ছাত্রলীগের সভাপতি মিরাজ ও সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ অনেকে নেতা-কর্মী সংঘর্ষের সময় সভাস্থলেই উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই