আকাশে বসে রাতের খাবার! (দেখুন ছবিতে)

আমরা অনেক সময় বিশেষ কারও জন্য বিশেষ কোন কিছু করতে চাই। রাতের খাবারে বিশেষ কিছু করার চিন্তা অনেক সময় আসে। কবে কখনও কি ভেবে দেখেছেন, রাতের খাবার আকাশ সমান উচ্চতায় বসে করবেন? এবার তাই সম্ভব করে তুলেছেন একজন ব্যবসায়ী।

সেখানে আপনি আপনার মনমত ব্যক্তিগত সেফ দিয়ে রান্না করিয়ে অত্যন্ত অপরূপ দৃশ্যের উপরে বসে রাতের খাবার সম্পন্ন করবেন। ১৫০ ফুট মাটির উপরে একটি কপিকল সারা স্থগিত ইস্পাত কাঠামোর উপর ডাইনিং এর ব্যবস্থা করা হয়েছে। এখানে একসাথে ২২জন মানুষ রাতের খাবার সম্পন্ন করতে পারবে।

kha22

অতিথীরা এই অপরূপ দৃশ্য দেখার জন্য উপরে যেয়ে রাতের খাবার গ্রহণ করে। তবে এখানে নিরাপত্তার জন্য তাদের গায়ে সিট বেল্ট লাগানো থাকে।

kha22 kha33

–সূত্র: মাই সাইন্স একাডেমী।



মন্তব্য চালু নেই