টেকনাফে ভোটার তালিকাভুক্ত হচ্ছে রোহিঙ্গা
কক্সবাজারের সীমান্ত এলাকা টেকনাফে রবিবার থেকে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে ৩০ আগষ্ট পর্যন্ত। তবে রোহিঙ্গা অধ্যুষিত এই এলাকায় বরাবরের মতো জনপ্রতিনিধিদের সহযোগীতায় রোহিঙ্গারা ভোটার তালিকাভুক্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, ভোটার তালিকা হালানাগাদের অংশ হিসেবে ১৫ আগস্ট থেকে টেকনাফ উপজেলায় কার্যক্রম শুরু হয়েছে। তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার কথা থাকলেও এখানে তা বেশীর ভাগ ক্ষেত্রে হচ্ছে না। কতিপয় জনপ্রতিনিধিদের নিজস্ব অফিসে বসেই অনেক তথ্য সংগ্রহকারী কার্যক্রম অব্যাহত রেখেছে বলে স্থানীয়দের অভিযোগ।
তবে এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মেছবাহ উদ্দিন। তিনি দাবী করেন, তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছে এবং রোহিঙ্গারা যাতে ভোটা তালিকাভুক্ত হতে না পারে সে দিকে কঠোর নজরদারী রাখা হয়েছে।
তিনি আরো জানান, টেকনাফে ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দায়িত্ব পালন করছেন ১৬ জন সুপারভাইজার।
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় কৌশলে অন্তর্ভূক্ত হতে না পারে, এজন্য সুপারভাইজারগণ পর্যবেক্ষণ করবেন। উপজেলায় এ কার্যক্রম ৩০ আগষ্ট পর্যন্ত চলবে বলে জানান তিনি।
মন্তব্য চালু নেই