ভাঙ্গায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা

ফরিদপুরের ভাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো চিত্রাংক, আবৃত্তি রচনা, হামদ, নাত ও কেরাত প্রতিযোগীতায় বিভিন্ন সরকারী বেসরকারী ভবণে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শোক র‌্যালী, কাঙ্গালী ভোজ, জাতির জনকের জীবন ও কর্মের উপর বিভিন্ন আলোচনা, পুরস্কার বিতরণী ও বিশেষ প্রার্থনাসহ নানা কর্মসূচী পালিত হয়।

সকালে এক বিশাল শোক র‌্যালী শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালীতে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ। র‌্যালীটি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনারায় উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো: আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি কাজী হেদায়েদ উল্লাহ সাকলাইন, ডা: ইমরান আলীসহ প্রমূখ।



মন্তব্য চালু নেই