পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠকে ককটেল বিস্ফোরণ

রাজশাহীর চারঘাটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বৈঠকস্থলের কাছে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটে নি।

শুক্রবার রাত ৮টার দিকে চারঘাটের সারদহ ডিগ্রি কলেজ মাঠে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ৮টার দিকে সারদহ ডিগ্রি কলেজে কলেজ পরিচালনা পর্ষদের বৈঠক চলছিল। এসময় দুর্বৃত্তরা আকস্মিকভাবে প্রতিমন্ত্রীর গাড়ির সামনে এবং কলেজ মাঠে পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অধ্যক্ষের রুমে বৈঠক করছিলেন।

তিনি আরো জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পরেই পুলিশ সদস্যরা দুর্বৃত্তদের ধাওয়া দেয়। তবে কাউকে আটক করা সম্ভব হয় নি। তাদের আটকের জন্য অভিযান চলছে।



মন্তব্য চালু নেই