বিএনপি জোটের ‘রুটিন’ আন্দোলন কর্মসূচি ঘোষণা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছ হতে পবিত্র রমজান মাসেই ঘোষণা এসেছিল ঈদের পর কঠোর আন্দোলন কর্মসূচির। ঈদ শেষ হয়ে যাওয়ার দুসপ্তাহ পরে অনেকটা রুটিনভিত্তিক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

এই কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকায় সমাবেশ, সারা দেশে বিক্ষোভ ও গণসংযোগ।

মঙ্গলবার দুপুরে ২০ দলের মহাসচিব পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকের পর এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কর্মসূচির মধ্যে রয়েছে, সম্প্রচার নীতিমালার প্রতিবাদে আগামী ১৯ আগস্ট রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এতে জোটনেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত থাকবেন।

এছাড়া গাজা হামলার প্রতিবাদে সারাদেশে ১৬ আগস্ট কালো পতাকা মিছিল এবং সম্প্রচার নীতিমালা প্রতিবাদের আগামী ২১ থেকে ৩০ আগস্ট জেলা ও মহানগরে ২০ দলের গণসংযোগ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বিএনপিসহ বিভিন্ন জোটভূক্ত দলে কমিটি এবং সাংগঠনিক নানা পরিবর্তন নিয়ে আসা হয়েছে ইতিমধ্যে। যদিও সরকার দলীয় নেতা-মন্ত্রীরা এসব খুব একটা কাজে আসবে না বলে মন্তব্য করে চলেছেন।



মন্তব্য চালু নেই