এবার পরীর প্রেমে শাকিব!

পরীমণির প্রেমে মজেছেন শীর্ষ নায়ক শাকিব খান। অভিনয়ে আর মন বসে না এ নায়কের। ছবির সেটে কেমন জানি আনমনা হয়ে থাকেন। নির্মাতারা পড়েন বেকায়দায়।

হ্যাঁ তাদের এ অবস্থায় দেখা যাবে আসছে শুক্রবার ‘আরও ভালোবাসবো তোমায়’ ছবিতে।

খ্যাতিমান তরুণ নির্মাতা এস এ হক অলীকের এ ছবিটি ইতিমধ্যে দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারণ এ নির্মাতার আগের দুই ছবি ‘হৃদয়ের কথা’ এবং ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’তে দর্শক নতুনত্ব খুঁজে পায়। গানও ছিল মন ছোঁয়া। তাই এ নির্মাতার ছবি মানেই নতুন এবং মনের মতো কিছু পাওয়া।

ছবির গল্পে সোহেল রানা, শাকিব, ববি নিজেদের চরিত্রেই অভিনয় করেছেন। আরও আছেন চম্পা আর আবুল হায়াতের মতো জনপ্রিয় শিল্পী। ইতিমধ্যে ছবির গানগুলো শ্রোতাপ্রিয়তা পেয়েছে। গান লিখেছেন নির্মাতা অলীক নিজেই। অলীক বলেন, আমার আগের দুই ছবির গল্পের চেয়েও সমৃদ্ধ ও সমসাময়িক বিষয় নিয়ে নির্মাণ করেছি ছবিটি। আমার বিশ্বাস দর্শকহৃদয়ে ঝড় তুলবে ‘আরও ভালোবাসবো তোমায়’।



মন্তব্য চালু নেই