ষড়যন্ত্রের পরিণাম হবে ভয়াবহ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হুঁশিয়ারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘লন্ডনে গিয়ে আবার ষড়যন্ত্র করলে তার পরিণাম হবে ভয়াবহ।’

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ সাম্যবাদী দল (এমএম) আয়োজিত ‘বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ শীর্ষক’ আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি নেত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘ষড়যন্ত্র অনেক করেছেন। আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার। ক্ষমতা থেকে কখন যাবো না যাবো আল্লাহ এবং জনগণ জানে। আপনি লন্ডনে গিয়ে আর ষড়যন্ত্র করবেন না। করলে তার পরিণাম হবে ভয়াবহ।’

চক্রান্তের রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়ে খালেদার উদ্দেশে নাসিম বলেন, ‘আপনি কালকে ২০ দলীয় জোটের বৈঠকে বলেছেন- ‘আওয়ামী লীগের খবর আছে। ক্ষমতায় থাকতে পারবে না।’ তার মানে কি এই যে, খবরের উৎস লন্ডনে আছে?’

ষড়যন্ত্র করলে বিএনপি যেটুকু আছে সেটুকুও থাকবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

খালেদার কারণে বিএনপি লণ্ডভণ্ড হয়ে গেছে দাবি করে আওয়ামী লীগের এ প্রবীন নেতা বলেন, ‘উনি (খালেদা) ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। তার ষড়ন্ত্রের জন্যই বিএনপির নেতাকর্মী আজকে জেলে।’

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সুবহান গোলাপ, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান খাজা, ন্যাপের সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।



মন্তব্য চালু নেই