এবার এইচএসসিতে যে রেজাল্ট করলেন পড়শি

জনপ্রিয় সঙ্গীত শিল্পী পড়শী বছরটাই মেতেছিলেন অ্যালবাম, প্লেব্যাক আর স্টেজ শোতে। সমানতালে চালিয়েছেন পড়াশোনাটাও। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের কমার্স বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। আজ রোববার এইচএসসির রেজাল্ট ঘোষণা করা হয়েছে।

পড়শীর গ্রেড ৪.৬৭। এ রেজাল্টে তার মায়ের মন একটু খারাপ। মন খারাপ হলেও রাগ করেননি তার সঙ্গে। তাকে বছরখানেক চুপচাপ থাকতে বলেছেন তিনি।

জানা গেছে, একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন পড়শি। সাংবাদিকতা বিষয়ে পড়ার ইচ্ছা তার। পড়শির ভাই সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করছেন। ভাইয়ের পড়া দেখে এ বিষয়ে আগ্রহ জেগেছে তার।

সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করলেও পেশা হিসেবে নেবেন না- গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন পড়শি। সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা আর গান নিয়ে এগুতে চান তিনি।



মন্তব্য চালু নেই