এবারও কারাগার থেকে আলোর পথে ১৬ জন
রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে আলো ছড়িয়েছে ওরা ১৬ জন। মোট ১৯ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় ৩জন অকৃতকার্য হয়।
এর মধ্যে নিউ গভ: ডিগ্রী কলেজের ইসরাইল আলীর ছেলে অহিদুর রহমান জিপিএ-৫ পেয়েছেন। আর মধ্যে জিপিএ ৪ পেয়েছেন ৫ জন। আর বাকিরা বিভিন্ন রেজাল্টে পাশ করেছেন।
জিপিএ ৪ পেয়েছেন ৫ জন। এরা হলেন, সরকারি সিটি কলেঝের শিক্ষার্থী শাহাদাৎ হোসেন ছেলে আবদুল মতিন, শফিকুর রহমানের ছেলে আবদুল কুদ্দুস আলী, আজিজুর রহমানের ছেলে বিন সুলতান, আবদুস সাত্তারের ছেলে সুজন আলী, আবদতুল হান্নানের ছেলে কাজিমুল ইসলাম এরা একই কলেজের শিক্ষার্থী। আয়ডিয়াল কলেজের শিক্ষার্থী খুশবার আলীর ছেলে ইউসুফ আহম্মেদ পলাশ।
রোববার রাজশাহী শিক্ষাবোর্ডের সংবাদ সম্মেলনে জানানে এ তথ্য জানানো হয়।
মন্তব্য চালু নেই