ভারতের লোকসভায় সাম্প্রদায়িকতা নিয়ে তোলপাড়

সাম্প্রদায়িক সহিংসতা বিল নিয়ে ভারতের লোকসভায় তোলপাড়। এ নিয়ে আলোচনার দাবিতে তুমুল হট্টগোল করেছে বিরোধী দল কংগ্রেস। আর এতে নেতৃত্ব দিয়েছেন দলের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী।

রাহুল গান্ধী এমন সময়ে এই পদক্ষেপ নিলেন, যখন ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে ঘটছে একের পর এক সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা। আর রাজ্যের বিভিন্ন এলাকায় হিন্দু ও মুসলিমদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

কংগ্রেস বলছে, দেশে যেভাবে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা বাড়ছে, তাতে লোকসভার বাকি সব কাজ মুলতুবি রেখে এ বিষয় নিয়ে আলোচনা করতে হবে। কেননা গত দু’মাসে উত্তর প্রদেশে প্রায় ১৬-১৭টি ছোটবড় দাঙ্গার ঘটনা ঘটেছে। যা অত্যান্ত দু:খের বিষয় ও নজিরবিহীন।

কিন্তু স্পিকার কংগ্রেসের এমন দাবির কথা শোনেননি। এর ফলে কংগ্রেসও সভার কাজ পণ্ড করে দিয়েছে।

রাহুল গান্ধী অভিযোগ করেন, সংসদে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। সংসদে তাদের কথা বলতে দেওয়া হচ্ছে না। পার্লামেন্টের এখন মেজাজটা হলো, এখানে শুধু একজনের কথাই যেন শেষ কথা।

এ কথার দ্বারা রাহুল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে ইঙ্গিত করেছেন, তা অবশ্য কারো বুঝতে অসুবিধা হয়নি। বিজেপি এর পাল্টা জবাব দিয়ে বলেছে, সাম্প্রদায়িকতা নিয়ে কংগ্রেসের অন্তত এই আকুলতা মানায় না।



মন্তব্য চালু নেই