রংপুর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের নতুন কমিটিকে বেরোবিসাসের অভিনন্দন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি)বিভিন্ন অনলাইন ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সংগঠন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(বেরোবিসাস)এর পক্ষ থেকে রংপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।গতকাল শুক্রবার সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিনন্দন জানানো হয়।

রংপুর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির পূর্ণাঙ্গ সদস্যরা হলেন সভাপতি কালের কণ্ঠের জাহিদ হাসান লুসিড, সিনিয়র সহ-সভাপতি এম মিরু সরকার, সহ সভাপতি খন্দকার মিলন আল মামুন, সাধারণ সম্পাদক পদে দৈনিক পরিবেশের মমিনুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম লিটন, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান আফজাল, দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তারেক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আলী হায়দার রনি ও প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ইমরোজ ইমু এবং কার্যকরী সদস্য পদে নাজমুল ওহাব টিপু ও আরমান হক সহ অন্যান্য সদস্যবৃন্দ।

শনিবার (০৮ আগস্ট) বিকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শাকীবুর রহমান শাহীন, সহ-সভাপতি তপন কুমার রায়, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম আশিকুর রহমান, দপ্তর সম্পাদক নূর ইসলাম সংগ্রাম, প্রচার সম্পাদক এবং ক্যাম্পাস নিউজ,শীর্ষনিউজ টুয়েন্টিফোর এবং আওয়ার নিউজ বিডি’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এইচ.এম নুর আলম, পাঠাগার সম্পাদক মাহফুজুল ইসলাম বকুল এবং কমিটির অন্যান্য সদস্যদের পক্ষ থেকে রংপুর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির কার্যকারী পরিষদের সকল সদস্যদের প্রতি বেরোবিসাসের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও সহ-সভাপতি তপন কুমার রায় স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

এছাড়াও নতুন কমিটি সার্বিক সফলতা ও গনমাধ্যমে সচিত্র প্রতিবেদন এবং সার্বিক উন্নয়নে অন্যন্য ভূমিকা পালন করবে বলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে এই আশা ব্যক্ত করে।



মন্তব্য চালু নেই