দেশের প্রথম এনিমেশন মুভি তৈরি করলো এক শিক্ষার্থী (ভিডিও)

অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশে এনিমেশন মুভিকে জনপ্রিয় করে তুলতে উদ্যোগ নিয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ।
তিনি সম্পূর্ণ বাংলা ভাষায় একটি স্বল্পদৈর্ঘ্য এনিমেশন মুভি বানাচ্ছেন। গল্প লেখা থেকে শুরু করে পরিচালক ও নায়কের ভুমিকায় অভিনয় করা ইত্ত্যাদি সমস্ত অবদানই আসিফের একার।
বহিঃবিশ্বে এনিমেশন মুভির জনপ্রিয়তা আকাশ চুম্বি। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিজিটাল বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তরুণ প্রজন্মের হাত ধরে। আর এই অগ্রগামীতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমাদের নতুন প্রজন্মের কিছু উদ্যমী তরুণ-তরুণী। আসিফ সেই উদ্যমী তরুণ তরুণীদের মধ্যে একজন।

স্বার্থপর এনিমেশন মুভিতে আসিফ নিজেকে “ফেরারি বালক আসিফ” হিসেবে উপস্থাপন করেছেন। এই সিনেমাটির পাশাপাশি তিনি বেশকয়েকটি বিজ্ঞাপন ও কার্টুন তৈরির কাজ করছেন।
ইতোমধ্যে তিনি তার ছবির ট্রেইলার বের করেছেন। সবকিছু ঠিক থাকলে ফেরারি বালক আসিফ পরিচালিত ও অভিনীত দেশের প্রথম এনিমেশন মুভি “স্বার্থপর” মুক্তি পাবে চলতি বছরের শেষের দিকে।
দেশের প্রথম এনিমেশন মুভির একটি গান দেখতে নিচের প্লে বাটনে ক্লিক করুন
https://www.youtube.com/watch?v=rZH9X1ncZ_I


























মন্তব্য চালু নেই