পিতৃহীন মারুফা : ফুটফুটে শিশুটি আজ লড়ছে ক্যান্সার যুদ্ধে

তিন বছরের শিশু মারুফা। জন্মের পরপরই তার বাবা মাহফুজার রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। স্বামীর মৃত্যুর পর দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে কষ্টে দিনাতিপাত করছেন মা রেশমা বেগম।

মা রেশমা বেগমের নিত্যকষ্টের সঙ্গে যোগ হয়ে মারুফার ক্যান্সার।

দূরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা শিশু হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে মারুফা। ফুটফুটে শিশুটিকে বাঁচানো দরকার।

মারুফার চিকিৎসার জন্য দরকার ১০ লাখ টাকা। এমন অবস্থায় সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহায়তা চেয়েছেন তার মা।

Untitled-3_18

ঢাকা শিশু হাসপাতালের হেমাটোলজি, থেলাসেমিয়া এ্যান্ড অনকোলজি বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সেলিমুজ্জামান জানান, ক্যান্সার আক্রান্ত মারুফাকে সাড়ে তিন বছর মেয়াদে চিকিৎসা দিতে হবে। চিকিৎসাটি বেশ ব্যয়বহুল।

সাহায্য পাঠানোর ঠিকানা— মোছা. রেশমা বেগম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কুড়িগ্রাম শাখা, মুদারাবা সঞ্চয়ী হিসাব নং-২০১৪২। বিকাশ ও যোগাযোগ নম্বর ০১৭৬১ ৩১ ৪৯ ৪৪।



মন্তব্য চালু নেই