এবার বুসান চলচ্চিত্র উৎসবে ‘বাজরাঙ্গি ভাইজান’!

১৭ জুলাই মুক্তি পাওয়ার পর থেকেই বক্স-অফিসে একের পর এক রেকর্ড গড়ে চলেছে কাবির খান পরিচালিত সিনেমাটি। পাশের দেশ পাকিস্তানসহ আন্তর্জাতিক বাজারে দারুণ ব্যবসা করছে এই সিনেমা। এই ছবিটি কারও কাছে সালমানের সেরা ছবি তো আবার কারও কাছে মানবিকতার উদাহরণ। শুধু দেশ নয়, সীমান্ত পাড়ে সিনেমা হল গুলি এখনও মাতিয়ে চলেছে সালমানের ‘বাজরাঙ্গি ভাইজান’৷

এই সবের মাঝে বক্স-অফিস কালেকশন নয়, ট্যুইটারে অন্য খবর দিলেন ট্রেড অ্যানালিস্ট কোমল নাথা। জানালেন এবছর সাউথ কোরিয়ায় অনুষ্ঠিত বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখান হবে কবীর খান পরিচালিত ‘বাজরাঙ্গি ভাইজান’।

পরিবার থেকে হারিয়ে যাওয়া এক পাকিস্তানি মেয়েকে তার নিজের ঘরে ফিরিয়ে দেওয়ার কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমাটি। ছবিতে ভাইজানের চরিত্রে সালমান খান অভিনয় করেছেন। ইতিমধ্যে সিনেমার ভাইজানের প্রভাবে উঠে এসেছে অনেক বাস্তবের ভাইজানের কাহিনি।

এমনকি সিনেমায় ভাইজানও বাস্তবে ভাইজান হওয়ার প্রমাণ দিয়েছে। পাকিস্তানে হারিয়ে যাওয়া কিশোরী গীতাকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন ভাইজান সালমান খান।



মন্তব্য চালু নেই