ঘরে ঢুকে টিভি দেখল চিতাবাঘ
ঘরে বসে টিভি দেখছে চিতাবাঘ। এমন খবরে হয়তো অনেকই মনে করতে পারেন সিনেমা-নাটকের কথা বলা হচ্ছে। আসলে বাস্তবে এমনটা কেউ কখনো শুনেনি বা দেখার সুযোগও হয়নি। তবে বিষয়টি শুনতে অবাক লাগলেও এটা কিন্তু আজগুবি গল্প নয়, একে বারেই সত্যি। একটি বাড়িতে ঢুকে রীতিমত টিভির সামনে বসে পড়ল চিতাবাঘ৷ আর এই ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লিতে৷
দিল্লির এক বাসিন্দা বিমলা দেবীর ঘরে আচমকাই হানা দেয় একটি চিতাবাঘ৷ ওই সময় বিমলা দেবী ও তার ছেলে টিভি দেখছিলেন৷ বন্ধ দরজা খুলে ঘরের মধ্যে ঢুকে পড়ে বাঘটি৷ প্রাণে বাঁচতে অন্য দরজা দিয়ে কৌশলে ঘর থেকে বেরিয়ে পড়েন বিমলা দেবী ও তার ছেলে৷ বাইরে থেকে দরজা বন্ধ করে দেন তারা৷ সময় নষ্ট না করে সঙ্গেসঙ্গে থানায় খবর দেন বিমলার ছেলে৷ খবর পেয়েই কিছুক্ষণের মধ্যেই বিমলা দেবীর বাড়িতে হাজির হয় পুলিশ এবং বন দফতরের কর্মীরা৷ তারা এসে দেখেন চিতা বাঘটি চুপ করে খাটের ওপর শুয়ে টিভি দেখছে৷ বন দফতরের কর্মীরা এরপর ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে, বাঘটিকে নিয়ে চিড়িয়াখানায় ছেড়ে দেন৷
মন্তব্য চালু নেই