চবির শাটল ট্রেনে আগুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে আগুন লেগেছে। আগুন ছড়িয়ে পড়েছে ট্রেনের কয়েকটি বগিতে। নিয়ন্ত্রণে আনার কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি এবং হতাহতের খবর জানা যায়নি।
আজ বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে এ আগুন লাগে।
চট্টগ্রাম বিভাগীয় দমকল বাহিনীর উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ষোলশহর স্টেশনের অবস্থান করা একটি শাটল ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিটের পাঁচটি গাড়ি আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
মন্তব্য চালু নেই