বরিশালে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের র্যালী
“কাজের মাঝে শিশু করবে মায়ের দুধপান-সবাই মিলে সবখানে করি সমাধান” শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে র্যালী অনুষ্ঠিত হয়।
বে-সরকারি উন্নয়ন সংস্থা সিডবিব্লউএফডি’র ‘নতুন দিন’ প্রকল্পের আয়োজনে এসএমসি ও ইউএসএইড’র আর্থিক সহযোগীতায় র্যালী শেষে হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মোসলেম উদ্দিন খান।
বক্তব্য রাখেন নতুন দিন প্রকল্পের জেলা টিম লিডার মো. শাহীন আলম, ¯প্রীং এর উপজেলা কো-অর্ডিনেটর মো. ফারুক হোসেন, নতুন দিন প্রকল্পের প্রোগ্রাম অফিসার রফিকুল ইসলাম প্রমূখ। শেষে দিনব্যাপী ৪৫জন গর্ভবতী মায়েদের বাড়ি বাড়ি পরিদর্শনের মাধ্যমে কাউন্সেলিং ও পরামর্শ প্রদান করা হয়।
মন্তব্য চালু নেই