বাংলাদেশকে আমলার ‘সার্টিফিকেট’
বৃষ্টির দাপটে দুই টেস্টের একটিতেও হার-জিতের নিষ্পত্তি হয়নি। তাই বাংলাদেশ সফরে দক্ষিণ আফ্রিকার সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী বলা যায়। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ানডে সিরিজে হার মানতে হয়েছে প্রোটিয়াদের। বাংলাদেশ দলের চমকজাগানো রূপান্তরে হাশিম আমলা বেশ অবাক। যাওয়ার আগে বাংলাদেশকে দরাজ কণ্ঠে ‘সার্টিফিকেট’ দিয়ে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক।
সোমবার মিরপুর টেস্ট শেষে শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আমলা বলেন, ‘বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ দারুণ খেলছে। আমাদের বিপক্ষেও তাদের ধারাবাহিকতা ছিল। দলটির উন্নতি চোখে পড়ার মতোই। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভবিষ্যতে তারা আরো এগিয়ে যাবে।’
আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষেও বাংলাদেশ ভালো করতে পারে বলে মনে করেন প্রোটিয়া অধিনায়ক, ‘বাংলাদেশের সাফল্যের যে ধারাবাহিকতা দেখছি, তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষেও তারা ভালো করতে পারে।’
বাংলাদেশে নিজের দলের অর্জন সম্পর্কে আমলার মন্তব্য, ‘এবারের বাংলাদেশ সফরে আমাদের দলে কয়েকজন নতুন ক্রিকেটার ছিল। তারা বেশ ভালো অভিজ্ঞতা অর্জন করেছে। ভবিষ্যতে এই অভিজ্ঞতা তাদের কাজে আসবে।’
শেরেবাংলা স্টেডিয়ামের পানিনিষ্কাশন ব্যবস্থার প্রশংসা করে এই ডানহাতি ব্যাটসম্যান বলেন, ‘মাঠের কিছু কিছু জায়গা ভেজা থাকায় শেষ দিন খেলা হলে ঝুঁকিপূর্ণ হতে পারত। তবে এই মাঠের নিষ্কাশন ব্যবস্থা খুব ভালো। এত বৃষ্টির পরও মাঠে তেমন পানি জমেনি।’
মন্তব্য চালু নেই