রাজপথে ‘নামবেন’ এরশাদ

বর্তমান সরকারের ক্ষমতায় থাকার অধিকার থাকতে পারে না মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা রাজপথে আন্দোলন শুরু করবো। তবে আমরা বিএনপির মতো জ্বালাও-পোড়াও,গাড়ি ভাঙচুর বা মানুষ মারার মতো হঠকারী আন্দোলনে যাব না। নিয়মতান্ত্রিক পন্থায় জনগণকে সঙ্গে নিয়েই সরকারের ব্যর্থতার বিরুদ্ধে আন্দোলন করবো।’

শনিবার বনানীতে দলীয় কার্যালয়ে শরীয়তপুর জেলা জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, ‘যে সরকার জনগণের নিরাপত্তা দিতে পারে না তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার থাকতে পারে না।’

তিনি বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠিত না হলে গণতন্ত্রের মূল্য থাকবে না। মানুষ এখন নিরাপত্তাহীনতায় জীবন-যাপন করছে। দখলদারি, দুঃশাসন, চাঁদাবাজি, টেণ্ডারবাজি ও সন্ত্রাসের কারণে জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে। তাই মানুষ এখন পরিত্রাণ চায়।’

এরশাদ আরও বলেন, ‘দুটি দল জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই তাদের ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাবার কোনো অধিকার নেই।’

মতবনিমিয় সভায় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, জেলা জাতীয় পার্টির নেতা অ্যাডভোকেট মাসুদুর রহমান ও জাফর খান কামাল বক্তব্য রাখেন।

এসময় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভরায়, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম সাংগঠনিক নাসির উদ্দিন শিকদার উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই