‘নির্বাচন নিয়ে কিছু পত্রিকা ভুল ব্যাখ্যা দিয়েছে’

নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান পরিবর্তন হয়নি বলে দাবি করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই, নির্বাচনে অংশ নিতে চাই। আমাদের অবস্থানে দিক থেকে কোনো পরিবর্তন হয়নি। কিন্তু দুঃখের বিষয় কয়েকটি পত্রিকা আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছে।’

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কাযার্লয়ে রাজশাহী জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় খালেদা জিয়া এ সব কথা বলেন।

সাবেক এ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। হাসিনা মার্কা সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না। ২০ দলীয় জোট নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন করবে। আমরা নিরপেক্ষ সরকারের দাবি থেকে সরে আসিনি।’

অনুষ্ঠানে খালেদা জিয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান রাজশাহী জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এ্যাড. নাজমুস শাহাদাত, সহসভাপতি এ্যাড. মিজানুর রহমান ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. এরশাদ আলী ঈশাসহ জেলার আইনজীবী নেতারা।

সম্প্রতি রাজশাহী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২১টি পদের মধ্যে সভাপতি সাধারণ সম্পাদকসহ ১৭টি পদে জাতীয়তাবাদী আইনজীবীদের প্যানেল জয় লাভ করে।

খালেদা জিয়া জানান, ৫ জানুয়ারির নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সঠিক ছিল। তার দল শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে বলেন, ‘নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারেন নাই। তাই তার পদত্যাগ করা উচিৎ।’

মতবিনিময় সভায় ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এ্যাড. খন্দকার মাহবুব হোসেন, এ্যাড. এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, এ্যাড. সানাউল্লাহ মিয়া, এ্যাড. মহসিন মিয়া, রাজশাহীর নেতাদের মধ্যে জেলা বিএনপির সভাপতি এ্যাড. কামরুল মনির, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মন্টু, সাবেক সভাপতি এ্যাড. আব্দুল হাই প্রমুখ বক্তব্য রাখেন।



মন্তব্য চালু নেই