শাহরুখকেই কিং মানলেন সালমান

বলিউডের রাজা কে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল দীর্ঘদিন। শাহরুখের ভক্তরা বলেন শাহরুখই কিং, সালমানের ভক্তরা বলেন সালমান। এ নিয়ে শাহরুখ সালমানের মধ্যে দ্বন্দ্বও ছিল চরমে। কথার লড়াইও চলেছে দীর্ঘদিন। কেউ কারো ছায়াও মাড়াননি বছরের পর বছর। কিন্তু এবার সালমান খান নিজেই বলিউড বাদশাহ শাহরুখ খানকেই কিং মেনেছেন।

তিনি বলেছেন, শাহরুখ খানই বলিউডের রাজা।

বলিউডে বর্তমান সময়ে সালমানই একমাত্র অভিনেতা যিনি একের পর এক শত কোটি টাকার হিট ছবি উপহার দিয়ে যাচ্ছেন। সংখ্যায় যা অন্য খানদের চেয়ে বেশি।

বলিউডের রাজা কে এমন প্রশ্নের জবাবে বৃহস্পতিবার তিনি বলেন, ‘আপনাদের যা খুশি বলতে পারেন। কিন্তু একজন রাজা আছেন। তার সঙ্গে আমার সম্পর্ক খারাপ নয়।’

সেই রাজা কি শাহরুখ? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি হাঁ সূচক মাথা নেড়েছেন।



মন্তব্য চালু নেই