বলিউড বাদশাহকে শাহেন শাহ’র উপদেশ

বলিউডে কিং খান নামেই পরিচিত শাহরুখ খান। অন্যদিকে শাহেনশাহ হিসেবে পরিচিত অমিতাভ বচ্চন। সম্প্রতি বলিউডের শাহেনশাহ অমিতাভ উপদেশ দিয়েছেন বলিউডের বাদশা শাহরুখকে।

সম্প্রতি একটি টুইটে শাহরুখ লেখেন, ‘এমন ধরনের মানুষ সম্পর্কে জানতে চাই যার কোনো ইস্যু নেই। এমন মানুষের সঙ্গে কথা বলতে চাই যার কোনো সমস্যা এবং অভিযোগ নেই। সে সকল মানুষের সঙ্গে থাকতে চাই যাদের মাঝে কোনো জটিলতা নেই। মনে হচ্ছে আমি একাই থাকতে চাই!’

এরপর শাহরুখের টুইটের উত্তরে অমিতাভ উপদেশ দিয়ে বলেন, ‘বন্ধু, তাহলে সেই দিনও আসবে যেদিন তুমি বড় কোনো বিষয়, সমস্যা, অভিযোগ এবং জটিলতার সম্মুখীন হবে! বিশ্বাস কর।’

অমিতাভের বক্তব্যকে উপদেশ মেনে সঙ্গে সঙ্গেই ফিরতি একটি টুইটে শাহরুখ বলেন, ‘অসাধারণ কথা বলেছেন এবং আপনার কথাকে অসম্মান করতে পারিনা, স্যার। মনে হচ্ছে অতিরিক্ত সূর্যের তাপে আমার মাথা গরম হয়ে গেছে। সামনে এগিয়ে যাই এবং মানুষের সঙ্গে মিলেমিশে থাকি।’



মন্তব্য চালু নেই