ভ্রমণ করতে গিয়ে সমুদ্রের গভীরে পেলেন মিলিয়ন ডলারের স্বর্ণ মুদ্রা! (ভিডিও)

সপরিবারে বিভিন্ন স্থানে ভ্রমণ করার চিন্তা কম-বেশি সকলের থাকে। সেই ভ্রমণে যেয়ে যদি পাওয়া যায় স্বর্ণ মুদ্রা, তাহলে তো সোনায় সোহাগা।
স্মিটের পরিবার একত্রে স্কুবা ডাইভিং এর জন্য সমুদ্রে নামলে তারা প্রায় ১ মিলিয়ন ডলারের সমপরিমাণ স্বর্ণমুদ্রা পানির নিচে পান। তারা আটলান্টিকের ১৭১৫ স্প্যানিশ ধ্বংসাবশেষ এর মধ্যে স্কুবা ডাইভিং করতে যান।
সেখানে তারা ৫১টি স্বর্ণ মুদ্রার সন্ধান পান। ৪০ ফিট লম্বা একটি সুসজ্জিত স্বর্ণের চেইন পান। এ ব্যাপারে ১৭১৫ ফ্লিট কুইন্স জুয়েল এলএলসি এর মালিক ব্রেন্ট ব্রিসবেন জানান।
ফ্লোরিডা থেকে আসা রিক, লিসা, তাদের দুইজন সন্তান এবং তাদের স্ত্রী এই সম্পদের সন্ধান খুঁজে বের করেন। তারা এ সকল স্বর্ণের জিনিস মাত্র ১৫ ফিট নিচে পেয়ে যান। যা মিয়ামি থেকে ২১০ কিলোমিটার উত্তরে অবস্থিত। এ সকল জিনিস পানি থেকে বের করার সময় তারা এর দৃশ্য ভিডিও করেন।
ভিডিও:
সূত্র: মেট্রো।
মন্তব্য চালু নেই