আজও নির্মাণ হয়নি গাইবান্ধার রামডাকুয়া ব্রীজ

স্রোতে ভেসে যাওয়া গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর শহরের রামডাকুয়া মহল্লার উপর দিয়ে প্রবাহিত তিস্তার শাখা নদীর উপর অপরিকল্পিতভাবে নির্মিত রামডাকুয়া
ব্রীজটি আজও নির্মাণ করা হয়নি। এ কারণে উপজেলা শহরের সাথে তিস্তার চরাঞ্চলের ২০ গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা সম্পুর্ণ রুপে বন্ধ হয়ে গেছে। একমাত্র নৌকা ছাড়া উপজেলা শহরে প্রবেশের কোন পথ নেই। ব্রীজটি নির্মাণের জন্য এলাকাবাসীরা কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন বলেছেন- ব্রীজ নির্মাণের জন্য অর্থ পৌরসভার তহবিলে নেই। তাই আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি ব্রীজটি নির্মাণের জন্য।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল হাই মিল্টন বলেন- ব্রীজটি নির্মাণের জন্য সরকারের কাছে আবেদন করেছি, আশা করা যায় এ অর্থবছরে ব্রীজটি নির্মাণের জন্য আমরা বাজেট বরাদ্দ পাবো।



মন্তব্য চালু নেই