চেলসির কাছে হার বার্সার
প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে হেরেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে জয় পেয়েছে বার্সার বিপক্ষে।
যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড স্টেডিয়ামে খেলার ১০ মিনিটে লিড নেয় চেলসি। গোল করেন এডেন হ্যাজার্ড। এ অর্ধে আর গোল হয়নি। যদিও ২৬ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল চেলসি। কিন্তু অস্কারের শট ফিরে আসে ক্রসবারে লেগে।
খেলার ৬৬ মিনিটে দারুণ শটে বার্সাকে সমতায় ফেরান ফরোয়ার্ড লুই সুয়ারেজ। আর ৬৬ মিনিটে ব্যবধান ২-১ এ উন্নীত করেন বার্সার সান্দ্রো রামিরেজ। কিন্তু লিড ধরে রাখতে পারেনি বার্সা। রেফারির শেষ বাঁশি বাজার ৫ মিনিট আগে সমতায় ফেরে চেলসি। জালে বল জড়ান গ্যারি কাহিল। দুই অর্ধ মিলে শেষ অবধি ২-২ ব্যবধানে সমতা থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। তাতে চেলসি ৪-২ ব্যবধানে জয় পেয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন বার্সার বিপক্ষে।
উল্লেখ্য, বিশ্রামে থাকায় এই ম্যাচে খেলেননি বার্সার ফরোয়ার্ড লিওনেল মেসি ও নেইমার। যুক্তরাষ্ট্র সফরের আগেই তাদের বিশ্রাম দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তবে মৌসুম শুরুর আগেই একাদশে যোগ দেবেন তারা।
মন্তব্য চালু নেই