মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন মোদি!
গুজরাট দাঙ্গার কারণে একসময় বিজেপি নেতা নরেন্দ্র মোদিকে যুক্তরাষ্ট সফরের ভিসা দিতে চায়নি মার্কিন সরকার। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তারা মোদিকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছে। এখানেই শেষ নয়, সেপেন্টম্বরে ওই সফরের সময় তিনি যাতে মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে পারেন তার পক্ষে দাবি জানিয়েছেন দুই রিপাবলিকান সদস্য।
রিপাবলিকান দলের কংগ্রেস সদস্য এবং পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান ইডি রয়েস যুক্তরাষ্ট্র সফরের সময় মোদিকে মার্কিন কংগ্রেসে ভাষণ দেয়ার জন্য আমন্ত্রণ জানাতে চাইছেন। এর অনুমতি চেয়ে শুক্রবার তিনি হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকারকে চিঠিও দিয়েছেন।
চিঠিতে তিনি লিখেছেন,‘রাজনীতি, অর্থনীতি বা নিরাপত্তা যে দিক দিয়েই বিবেচনা করা হউক না কেন দক্ষিন এশিয়ায় ভারতই হচ্ছে যুক্তরাষ্ট্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু। এটি বলা মোটেই অতিরঞ্জিত হবে না যে, ২১ শতকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অবিচ্ছেদ্য অংশীদারিত্ব গড়ে ওঠবে।’ তবে এখন পর্যন্ত তার চিঠির কোনো জবাব দেননি স্পিকার জন বোহেনার। তার এই চিঠিতে আরো স্বাক্ষর করেছেন নর্থ ক্যারোলিনা কঙ্গরাজ্যের রিপাবলিকান দলের কংগ্রেস সদস্য জর্জ হোল্ডিং।
এর আগে ২০০৫ সালে বুশ প্রশাসন মোদিকে যুক্তরাষ্ট্র সফরের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছিল। ২০০২ সালে গুজরাট দাঙ্গায় মোদির জড়িত থাকার ঘটনায় তার ভিসা প্রত্যাখ্যান করেছিল ওয়াশিংটন। ওই সাম্প্রদায়িক দাঙ্গায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছিলেন এবং এদের বেশিরভাগই ছিল মুসলিম।
কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের সব নিয়ম কানুন যেন উল্টে গেছে। গত মে মাসে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভেটে বিজেপি বিজয়ী হওয়ার পর প্রেসিডেন্ট বারাক ওবামা নিজে ফোন করে মোদিকে অভিনন্দন জানিয়েছেন। এমসয় তিনি তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। তার আমন্ত্রণে সেপ্টেম্বর মাসে বহু প্রতিক্ষিত যুক্তরাষ্ট্র সফর শুরু করতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি।
মন্তব্য চালু নেই