4k ডিসপ্লের নতুন গেমিং ল্যাপটপ

রিপাবলিক অব গেমারস (আরওজি) সিরিজে নতুন গেমিং ল্যাপটপ আনলো আসুস। এটির মডেল আরজি জি৫০১ভিডাব্লিউ। এটির বিশেষত্ব হচ্ছে এতে এনভিডিয়া জিটিএক্স৯৬০ এম গ্রাফিক্স কার্ড রয়েছে। ফলে এটি দিয়ে ভাল মানের গেমস খোলা যাবে।

মেটালিক বডির এই ল্যাপটপটি ২ সেন্টিমিটার পুরু এবং মাত্র ২ কিলোগ্রাম ওজন।

এই ল্যাপটপটিতে ৪কে/ ইউএইচডি মানের ভিজুয়াল দৃশ্য দেখা যাবে। এতে সনিক মাস্টার অডিও ডিভাইস রয়েছে।

ল্যাপটপটিতে আছে ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোর আই ৭ প্রসেসর, ১৬ জিবি ডিডিআর৪ র‌্যাম। এতে নেক্সট জেনারেশন ৫১২ জিবি এসএসডি হার্ডডিস্ক সংযোজন করা হয়েছে।

ভারতের বাজারে ল্যাপটপটির মূল্য ৯৫ হাজার ৪৯০ টাকা। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য ১ লাখ ১৩ হাজার ১০১ টাকা।



মন্তব্য চালু নেই