রাজশাহী মেডিকেলে দেড়শ শিক্ষানবিশ চিকিৎসকের বিরুদ্ধে ২ মামলা

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দেড়শ শিক্ষানবিশ চিকিৎসককে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাত ১২টার দিকে এটিএন নিউজের ক্যামেরাম্যান মাহফুজুর রহমান রুবেল এবং আমার দেশের আলোকচিত্রী আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় মামলা দুটি দায়ের করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান এ তথ্য নিশ্চিত করে বলেন, দুই মামলাতেই আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দেড়শ শিক্ষানবিশ চিকিৎসককে আসামি করা হয়েছে। হত্যার উদ্দেশ্যে হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে এ দায়ের করা হয়েছে। তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসকদের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে রোগীর স্বজনরা বাকবিতণ্ডায় জড়ালে ইন্টার্ন চিকিৎসকরা তাদের বেধড়ক মারধর করে। খবর পেয়ে সংবাদ সংগ্রহে গেলে দফায় দফায় সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুর করেন চিকিৎসকেরা।

চিকিৎসকদের হামলায় যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন তারেক মাহমুদ রাসেল, চ্যানেল২৪ এর ক্যামেরাপারসন রায়হান, রিপোর্টার আবরার শাইর, দৈনিক সোনার দেশের সালাউদ্দিন, মাছরাঙা টেলিভিশনের মাসুদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির জাফর ইকবাল লিটন, এটিএন নিউজের রুবেলসহ ১০ সাংবাদিক আহত হন। আহতদের মধ্যে যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন রাসেল মাহমুদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।



মন্তব্য চালু নেই