৯ হাজার টাকায় ৭ ইঞ্চির ট্যাব

ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স সাশ্রয়ী দামের একটি ট্যাব বাজারে ছেড়েছে। এটির মডেল ক্যানভাস ট্যাব পি৭০২। ট্যাবটি বোল্ড ব্ল্যাক এবং ক্ল্যাসি হোয়াইট কালারে পাওয়া যাবে।

ভারতের বাজারে ট্যাবটির মূল্য ৭ হাজার ৯৯৯ রুপি। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ৯ হাজার ২৮৫ টাকা। ই-কর্মাস ওয়েব সাইট স্ন্যাপডিল থেকে ট্যাবটি কিনলে ১ হাজার ৫০০ রুপির কিন্ডলের সাতটি ই-বুক ফ্রিতে পাওয়া যাবে।

মাইক্রোম্যাক্সের ক্যানভাস সিরিজের এই ট্যাবটি ৭ ইঞ্চির। এইচডি ডিসপ্লের রেজুলেশন ১২৮০x৭২০ পিক্সেল। এতে আছে ১.৩ গিগাহার্টজের কোয়াড কোর মিডিয়া টেক প্রসেসর। র‌্যাম ২ জিবি। বিল্টইন মেমোরি আছে ১৬ জিবি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ডুয়েল সিমের এই ট্যাবটিতে ভয়েস কলিং ফিচার রয়েছে। এটি অ্যানড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত।

ট্যাবটির রিয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। রিয়ারে এলইডি ফ্লাশগান আছে।

এটি ফোরজি, থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস নেটওয়ার্ক কানেকটিভিটি রয়েছে। ট্যাবটির ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।



মন্তব্য চালু নেই