৯ বছর পর মানুষ যাবে মঙ্গলে

আর মাত্র নয় বছর পর মঙ্গল গ্রহে যাবে মানুষ। ইতিমধ্যে লাল গ্রহটিতে রোবট পাঠিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। রোবটটি অনেক স্পষ্ট এবং বিস্তারিত কিছু ছবিও পাঠিয়েছে। গ্রহটিতে প্রাণ থাকার অনেক সম্ভাবনার কথাও বলছেন বিজ্ঞানীরা।

বেসরকারি রকেট কোম্পানি SpaceX এর প্রধান নির্বাহী এলন মাস্ক এবার জোর দিয়েই বললেন আজ থেকে আর নয় বছর পর মঙ্গলগ্রহে যাবে মানুষ।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত কোড কনফারেন্সে তিনি এক সাক্ষাৎকারে এমন দাবি করেন। তিনি বলেন, আমরা ২০২৪ সালে মঙ্গলে মানুষ পাঠানোর মতো সক্ষমতা অর্জন করবো। আর লাল গ্রহটিতে মনুষ্যবাহী মহাকাশযান গিয়ে পৌঁছাবে ২০২৫ সালে।

মাস্ক আরো বলেন, তারও মহাকাশে যাওয়ার শখ। চার থেকে পাঁচ বছরের মধ্যেই অন্তত একবার যাবেন। তবে পৃথিবীর কক্ষপথের বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা আপাতত নেই।

প্রসঙ্গত, মাস্ক বিখ্যাত মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা মোটরস এরও প্রধান। সম্প্রতি তারা স্বয়ংচালিত গাড়ির প্রযুক্তি বাজারে এনেছেন।



মন্তব্য চালু নেই