৯ বছরে ৬টি পাক-ভারত সিরিজ
২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর ভারতের মাটিতে একটি মাত্র ওয়ানডে সিরিজ খেলেছে পাকিস্তান। আর ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যাবার কোন আগ্রহই দেখায়নি।
২০১২ সালে ভারতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলেছিল ক্রিকেট বিশ্বের পুরাতন দুই প্রতিদ্বন্দ্বী।
তিন মোড়লের প্রস্তাব পাস হওয়ায় নতুন এফটিপি পেয়েছে ক্রিকেট বিশ্ব। যেখানে ভারত ও পাকিস্তানের পূর্ণাঙ্গ সিরিজের চুক্তি হয়।
পাকিস্তান ক্রিকেট বোর্ড আগেই সবুজ সংকেত দিলেও বিসিসিআইয়ের খানিকটা সময় নেয়। অবশেষে সেই সংকেতও দিয়ে দিল বিসিসিআই।
পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ভারত ৬টি সিরিজ খেলার ব্যাপারে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে।’
২০১৫ থেকে শুরু করে ২০২৩ সাল পযন্ত ছয়টি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত ও পাকিস্তান। ভারতে ২টি ও পাকিস্তান ৪টির আয়োজক। ‘হোম’ ভেন্যু হিসেবে পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতে খেলবে।
এই ৯ বছরে ৬টি সিরিজে ১৪টি টেস্ট, ৩০টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই বিশ্বচ্যাম্পিয়নরা।
মন্তব্য চালু নেই