৯ বছরের শিশুর লেখা সন্ত্রাসবাদের বই নিয়ে হৈ চৈ!

বয়স সবেমাত্র ৯ বছর। শিশুর গণ্ডি পেরোতে পারেনি। কিন্তু মেধা যে তার প্রখর। এ বয়সে সন্ত্রাসবাদ নিয়ে কারো ভাবার কথা নয়।

কিন্তু এ বয়সেই সে লিখেছে সন্ত্রাসবাদের বই।

বিষয়টি বিশ্বাসযোগ্য মনে নাও হতে পারে কিন্তু ঘটনা সত্যি। দিনকে দিন ছড়িয়ে পড়ছে বিশ্বে সন্ত্রাসবাদ। বিশ্বের মাথাওয়ালারা সন্ত্রাস নির্মূলে গবেষণা শুরু করলেও কমছে না সন্ত্রাস। একদিকে কমলে আরেকদিকে বাড়ে। এ সময়ে ৯ বছরের শিশুর লেখা সন্ত্রাসবাদের বই বিশ্ববাসীর বিবেককে কতখানি নাড়া দেবে তা এখন দেখার বিষয়।

বিশ্বে সন্ত্রাসবাদীদের হতে নিরাপদ নয় নিষ্পাপ শিশুরাও। সন্ত্রাসবাদের থাবায় আক্রান্ত হয়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়াও। এমন এক পরিস্থিতিতে সন্ত্রাসবাদের বই লিখল দেশটির ৯ বছরের শিশু আসপ্লেইনডার জুই। জুই বইটি রীতিমতো হৈ চৈ ফেলে দিয়েছে।

বইটির নাম ‘শিশুদের ওপর সন্ত্রাসবাদের প্রভাব’। বইটিতে সন্ত্রাসবাদীদের দ্বারা আক্রান্ত উদ্বাস্তু শিশুদের অবস্থা বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে। জুইয়ের উদ্দেশ্য, বইটির মাধ্যমে নাইজেরিয়ার শিশুদের অবস্থা বিশ্বসংস্থার দৃষ্টি আকর্ষণ করা।



মন্তব্য চালু নেই