৯ বছরের বালককে খুন করে মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক!

৯ বছরের এক বালককে খুন এবং তার উপর যৌনসন্ত্রাসের অভিযোগে ১৭ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। সোমবার কেরলের ভিজহিনজাম এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, ৯ বছরের শিশুটি রাজি না হওয়ায় তাকে খুন করে মৃতদেহের সঙ্গেই বিকৃত যৌনাকাঙ্ক্ষা পূরণের চেষ্টায় মেতেছিল সেই বিকৃতকাম কিশোর।

পুলিশ নয় বছরের ওই বাচ্চাটির দেহ খুঁজে পায়। তদন্তে নামতেই সূত্র ধরে গ্রেফতার করে অভিযুক্ত কিশোরকে। পুলিশ সূত্রের দাবি, ওই কিশোরটি মোবাইলে একটি পর্ন দেখছিল। সেটার দেখাদেখি সে ওই বালকটির সঙ্গে সেটা করতে গিয়েছিল। এজন্য সে তাকে জোর করে কাছের একটি জলাশয়ে মাছ ধরার জন্য নিয়ে যায়। সেখানে গিয়ে বালকটির সঙ্গে জোর করে পেরে না উঠে পাশে পড়ে থাকা মদের বোতল দিয়ে সজোরে আঘাত করে। ফলে মৃত্যু হয় বালকটির।

পুলিশের কাছে জেরায় সে জানিয়েছে, মারার পরে বালকটির সঙ্গে যৌন সংসর্গ করেছে সে। পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করেছে।



মন্তব্য চালু নেই