‘৯৯ ভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ’

সরকারের অভিলাষ পূরণে নীলনকশা তৈরি করা হচ্ছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, ‘সরকারের যে আচার-আচরণ দেখছি, তাতে শতকরা ৯৯ ভাগ ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।’

তিনি বলেন, ‘সরকারদলীয় প্রার্থীদের পাশে যে সব লোকজন ঘোরাফেরা করে তাদের কোমরে অস্ত্র গোঁজা থাকে। তারা সন্ত্রাসের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায়। কিন্তু সিটি করপোরেশন নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। ভোটাররা যদি সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারেন তাহলে আমাদের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।’

রাজধানীর শাহজাহানপুরে শুক্রবার সকালে মির্জা আব্বাসের বাসায় ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের সার্বিক বিষয় জানাতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন হান্নান শাহ।

তিনি বলেন, ‘ক্যান্টনমেন্ট সিটি করপোরেশনের আওতাভুক্ত নয়। নির্বাচনে সেনাবাহিনীকে যদি দায়িত্ব পালন করতে হয় তাহলে তাদের ক্যান্টনমেন্টের বাইরে আনতে হবে। সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টে রাখার সিদ্ধান্ত নেহায়েত ইসির ভেলকিবাজি।’

হান্নান শাহ বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে আমাদের প্রার্থী মির্জা আব্বাস এখানকার প্রার্থী। তিনি এখানেই বসবাস করেন। আর সরকারদলীয় প্রার্থীর বাড়ি দক্ষিণে হলেও তিনি এখানে বাস করেন না। কারণ দক্ষিণ নাকি তার বসবাসের উপযোগী নয়। জনগণ তাই তাকে ভোট দেবে না।’

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসির ঘোষণার পর সরকারদলীয় নেতাকর্মীদের মুখের হাসি চলে গিয়েছিল। কিন্তু এখন ইসি তার সিদ্ধান্ত থেকে সরে আসায় তাদের মুখে আবার হাসি ফুটেছে।’

তিনি অভিযোগ করেন, ‘সরকার ও সরকারদলীয় প্রার্থীরা নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের ডেকে এনে ভুঁরিভোজ করাচ্ছে। এর সঙ্গে তারা তাদের বিশেষ নির্দেশনা দিচ্ছে। কিভাবে তাদের পক্ষে কাজ করতে হবে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘ইসি সরকারের সঙ্গে মিলে একটি প্রহসনের নির্বাচন করতে চায়। কিন্তু আমরা তা করতে দেব না। কারণ ভোটাররা আমাদের সঙ্গে আছেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) শাহজাহান, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মেজর (অব.) মিজানুর রহমান, ব্যারিস্টার সারোয়ার হোসেন, মাহমুদ হাসান, নাহিদ নজরুল প্রমুখ।



মন্তব্য চালু নেই