৯৬ বছর বয়সে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বিশ্ব রেকর্ড
৯৬ বছর বয়সে স্নাতকোত্তর শেষ করে বিশ্ব রেকর্ড গড়লেন শিগেমি হিরাতা নামে জাপানের এক ব্যক্তি। মৃৎশিল্পের উপর গ্রাজুয়েশন করেছেন তিনি।
জাপানের অন্যতম প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় কিয়োটো ইউনিভার্সিটির আর্টস অ্যান্ড ডিজাইন থেকে ব্যাচেলর অব আর্টস বিভাগে এই ডিগ্রি অর্জন করেন তিনি। ইতোমধ্যে এর জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সনদও অর্জন করেছেন তিনি।
সবচেয়ে বেশি বয়সে এই ডিগ্রি নেয়ার ফলে পৃথিবীতে বেশি বয়সে গ্রাজুয়েশন নেয়া ব্যক্তিদের তালিকায় শীর্ষে আছেন তিনি।
১৯১৯ সালে হিরোশিমার একটি খামার বাড়িতে জন্ম হিরাতার। নানা সমস্যার কারণে উপযুক্ত বয়সে গ্রাজুয়েশন শেষ করতে পারেননি তিনি।
তবে নিজের ইচ্ছার কাছে হার মানেননি তিনি। অনেক প্রতিকূলতা স্বত্তেও শেষ পর্যন্ত এত বয়সেও গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন তিনি। এ ঘটনায় খুব খুশি তিনি। ১শ বছর বেঁচে থাকার আশাও ব্যক্ত করেছেন হিরাতা।
মন্তব্য চালু নেই